ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া পরাজিত হয়ে বাড়ি ফিরেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
খালেদা জিয়া পরাজিত হয়ে বাড়ি ফিরেছেন ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়া পরাজিত হয়ে বাড়ি ফিরেছেন বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাহজাহান খান।

তিনি খালেদা জিয়ার প্রতি কটাক্ষ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত নাকি তিনি বাড়ি ফিরে যাবেন না।



কৈ! এখনতো পরাজিত হয়ে ঠিকই বাড়ি ফিরে গেলেন।

অথচ এতো এতো মানুষ আপনি পুড়িয়ে মেরেছেন।

এসব মানুষের মৃত্যুর জন্য আপনি দায়ী।

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রোববার বিকালে হরতাল অবরোধে মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নৌমন্ত্রী।

নৌ মন্ত্রী বলেন, খালেদা জিয়া নিজেই অবরোধ ভেঙেছে ।

খালেদা জিয়ার ডাকা জন বিচ্ছিন্ন অবরোধ চলছে।

আজ তিনি গাড়ি নিয়ে আদালতে হাজিরা দিতে গিয়েছেন।

দেশের মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য তিনি অবরোধ দিয়ে নিজেই গাড়ি ব্যবহার করছেন।

তিনি নিজেই অবরোধ লঙ্ঘন করেছেন।

৩০ এপ্রিল মে দিবস উপলক্ষ্যে জন সমাবেশের ঘোষনা দেন শাহজাহান খান।

পাশাপাশি ৩০জুন আদমজী পাটকল বন্ধ হয়ে যাওয়া শ্রমিদের সমাবেশের আহ্বান জানিয়েছেন।

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রমিক নেত্রী শিরিন আক্তার এমপিসহ অন্যান্যরা।

বাংলাদেশ: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ০৫,২০১৫
ইউএম/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।