ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন

প্রার্থীদের সঙ্গে ইসির সংলাপ ১১, ১২ ও ১৩ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
প্রার্থীদের সঙ্গে ইসির সংলাপ ১১, ১২ ও ১৩ এপ্রিল

ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ১১, ১২ ও ১৩ এপ্রিল প্রার্থীদের সঙ্গে সংলাপের বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদও উপস্থিত থাকবেন।


 
রোববার (০৫ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রার্থীদের সঙ্গে ইসির কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট সবার সঙ্গেই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আসাদুজ্জামান বলেন, সংলাপের জন্য সম্ভাব্য সময় ও ভেন্যু নির্ধারণ করা হয়েছে।   চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সংলাপ আগামী ১১ এপ্রিল চট্টগ্রামের মুসলিম ইন্সটিটিউট হলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য আগামী ১২ এপ্রিল এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ১৩ এপ্রিল সংলাপের সময় ঠিক করা হয়েছে। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।

শুরুতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভার আয়োজন করার কথা থাকলেও ভাড়া অনেক বেশি হওয়ায় সে সিদ্ধান্ত বাতিল করা হয়।
 
ঢাকা উত্তরে মেয়র পদে ১৯ জন,  সংরক্ষিত কাউন্সিলর পদে ১১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৪৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। দক্ষিণে মেয়র পদে ২৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

এছাড়া চট্টগ্রামে তিনটি পদে ছয় শতাধিক প্রার্থী রয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ১০ এপ্রিল। আর ২৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।