ঢাকা: বাংলার রাজনীতি থেকে খালেদাকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হোন বলে মন্তব্য করেছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার (০৫ এপ্রিল) রাজধানীর মানিকমিয়া এভিনিউতে হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে আয়োজিত এক জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, হরতাল-অবরোধে শতাধিক মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এসব হত্যার দায় খালেদা জিয়াকে নিতে হবে। মানুষ পুড়িয়ে হত্যার দায়ে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এদেশের মানুষ তাকে কিছুতেই ক্ষমা করবে না।
সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা দেওয়ার পরও খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করেননি। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করেননি। এটা কোন ধরনের গণতান্ত্রিক ব্যবহার!
শ্রমিক নেত্রী শিরিন আক্তার বলেন, এই বাংলার মানুষ কিছুতেই জঙ্গিবাদী আচরণ মেনে নেবে না। জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যার দায় বিএনপিকে নিতে হবে।
এসময় অন্যদের মধ্যে নৌমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
ইউএম/এসএস