ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

১০ এপ্রিল আ’লীগের উপদেষ্টা পরিষদের সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
১০ এপ্রিল আ’লীগের উপদেষ্টা পরিষদের সভা

ঢাকা: শুক্রবার (১০ এপ্রিল) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা আহ্বান করা হয়েছে। এদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।



সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সব সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) এক প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়েছে। বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্য, খুলনা বিভাগের সব জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যদেরকে এ সভায় উপস্থিত থাকার জন্য মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘন্টা, এপ্রিল ০৫, ২০১৫
এসকে/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।