ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

‘হতাহতের দায় এড়াতে পারবেন না খালেদ‍া’

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
‘হতাহতের দায় এড়াতে পারবেন না খালেদ‍া’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: দলীয় কার্যালয় থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ফিরে যাওয়াকে আওয়ামী লীগ ইতিবাচক হিসেবে নিলেও, অবরোধ-হরতালে সংঘটিত সহিংসতা ও হতাহতের দায় তিনি এড়াতে পারবেন না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের নেতারা।

আওয়ামী লীগ নেতারা বলেন, খালেদা জিয়ার আন্দোলনের ডাকে দেশের মানুষ সাড়া দেয়নি।

জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে আন্দোলনের নামে টানা তিন মাস ধরে বিএনপি-জামায়াত সহিংসতা চালিয়েছে, মানুষ হত্যা করেছে। এই তিন মাসে সহিংসতার শিকার হয়েছেন সাধারণ মানুষ, দেশের সম্পদ ধ্বংস ও  জনগণের ক্ষতি হয়েছে।

খালেদা জিয়া বিজয়ী হয়ে বাড়ি ফিরবেন এই পণ করে বাড়ি থেকে বের হয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, বাড়ি ছেড়ে দলীয় কার্যালয়ে এসে অবস্থান নিয়েছিলেন। তিনি বাড়ি ফিরবেন না, মামলার হাজিরা দিতে আদালতেও যাবেন না। এখন তিনি আদালতেও হাজির হলেন, বাড়িও ফিরলেন। সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নিচ্ছেন। শেষ পর্যন্ত তিনি আত্মসমর্পণে বাধ্য হয়েছেন।

খালেদা জিয়ার বাড়ি ফিরে যাওয়াকে শুভবুদ্ধির উদয় বলে মন্তব্য করে নেতারা বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে দেরিতে হলেও তার শুভ বুদ্ধির উদয় হয়েছে। তবে আন্দোলনের নামে সহিংসতায় যে সব মানুষ প্রাণ হারিয়েছেন, আগুনে দগ্ধ হয়েছেন, সম্পদের ক্ষতি হয়েছে; এর দায় খালেদা জিয়া এড়াতে পারবেন না।

এজন্য খালেদা জিয়াকে জবাবদিহি করতে হবে বলেও আওয়ামী লীগ নেতারা মন্তব্য করেন।

খালেদা জিয়া বাড়ি ফিরে যাওয়ার পর রোববার (এপ্রিল ০৫) সচিবালয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বাণিজ্য্যমন্ত্রী তোফায়েল আহমদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার শুভবুদ্ধির উদয় হয়েছে। তিন মাস নিরীহ ও নিরাপরাধ মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা, অগ্নিদগ্ধ করা ছাড়া কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হয়েছে। তিনি (খালেদা জিয়া) যে জিদ ধরেছিলেন, আদালতে যাবেন না, শেষ পর্যন্ত আদালতে গেলেন, আত্মসমর্পণ করলেন। সিটি করপোরেশন নির্বাচনেও অংশগ্রহণ করবেন। কিন্তু তাকে কৈফিয়ত দিতে হবে এতোগুলো প্রাণ কেড়ে নিলেন কেন। বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করলেন কেন।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বাংলানিউজকে বলেন, খালেদা জিয়া আদালতে হাজির হয়েছেন, জামিন পেয়ে বাসায় ফিরে গেছেন এটা ইতিবাচক দিক। তিনি তিন মাস ধরে অবরোধ-হরতাল দিয়েছেন। অবশ্য কর্মসূচি শুধু নামেই আছে মানুষ সারা দেয়নি। তবে দুঃখজনক হলো এখনো জঙ্গি সন্ত্রাস বন্ধ হয়নি। গতকালও দেখলাম বাসে আগুন। আমাদের প্রত্যাশা তারা এটা না করে নির্বাচনের পথে যাবে। আন্দোলনের নামে যে জীবনগুলো ঝড়ে গেছে তার পুনরাবৃত্তি হবে না।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বাংলানিউজকে বলেন, দীর্ঘ তিন মাস বাড়ি ছেড়ে দলীয় কার্যালয়ে থেকে খালেদা জিয়া নাকট করলেন। আন্দোলনের নামে সহিসংসতা চালালেন, ধ্বংসাত্মক কার্মকাণ্ড চালালেন, যানবাহনে পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দিলেন। ১৫০ জন মানুষ হত্যা করলেন। হাজার হাজার মানুষকে অগ্নিদগ্ধ করলেন। কি তার অর্জন? আমরা আশা করি খালেদা জিয়া সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবেন। তবে তিনি যে সহিংসতা চালিয়েছেন, মানুষ হত্যা করেছেন এ দায় তিনি এড়াতে পারবেন না। এর দায় থেকে তিনি মুক্তি পাবেন না।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এসকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।