ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কালবৈশাখী ঝড়ে নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
কালবৈশাখী ঝড়ে নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

ঢাকা: বগুড়া-রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত এবং বহু কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
রোববার (০৫ মার্চ) রাতে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ উদ্বেগ প্রকাশ করেন।



মকবুল আহমাদ বলেন, শনি ও রোববার বগুড়া-রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৩০ জনের বেশি প্রাণহানির পাশাপাশি বহু কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
 
তিনি আরও বলেন, আবহাওয়া বিভাগ আবহাওয়ার সঠিক গতিবিধি ও ঝড়ের পূর্বাভাস আগে জানাতে পারলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো।

এ ব্যাপারে সতর্ক ও তৎপর হওয়ার পাশাপাশি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী ও বাড়ি বানাতে সাহায্য পাঠানোর জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
 
বিবৃতিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এলকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।