ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে গুলি করে হত্যা ছবি : প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের বিজয়নগরে এ ঘটনা ঘটে।



সাদ্দাম পার্শ্ববর্তী দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের ভূইঁয়া বাড়ির আমানত উল্যার ছেলে।

স্থানীয়রা জানান, যুবদলকর্মী সাদ্দাম হোসেন বাড়ির পার্শ্ববর্তী বিজয়নগর কোঠা বাড়ির পাশের একটি চা দোকানে বসে ছিলেন। এ সময় অস্ত্রধারীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যান।  

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. জুনায়েত কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাদ্দামের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।