লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের বিজয়নগরে এ ঘটনা ঘটে।
সাদ্দাম পার্শ্ববর্তী দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের ভূইঁয়া বাড়ির আমানত উল্যার ছেলে।
স্থানীয়রা জানান, যুবদলকর্মী সাদ্দাম হোসেন বাড়ির পার্শ্ববর্তী বিজয়নগর কোঠা বাড়ির পাশের একটি চা দোকানে বসে ছিলেন। এ সময় অস্ত্রধারীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যান।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) মো. জুনায়েত কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাদ্দামের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
পিসি