ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কামারুজ্জামানের রিভিউয়ের রায়কে ঘিরে নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
কামারুজ্জামানের রিভিউয়ের রায়কে ঘিরে নিরাপত্তা জোরদার

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
এ অংশ হিসেবে হাইকোর্ট এলাকার চারদিকে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে পুলিশ।

সোমবার (০৬ এপ্রিল) ভোর ৫টা থেকে অতিরিক্ত পুলিশ হাইকোর্ট এলাকা ঘিরে অবস্থান নেয় বলে জানা গেছে।
 
যে কোনো প্রকার নাশকতা এড়াতে সবোর্চ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তারা। পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে।
 
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ রায়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা না হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
তিনি জানান, ভোর থেকে এ এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
 
এদিকে, হাইকোর্টের পাশাপাশি প্রেসক্লাব, নয়াপল্টন, শাহবাগ, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের সাঁজোয়া যানের উপস্থিতি লক্ষ করা গেছে।
 
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম বাংলানিউজকে বলেন, রায়কে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা না হয় সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫  
আইএ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।