ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে বহাল করায় সন্তোষ প্রকাশ করেছে ঐক্য ন্যাপ।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে দফতর সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সন্তোষ প্রকাশ করে ঐক্য ন্যাপ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাসহ দেশের আপামর জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এ রায়ে।
এছাড়া অবিলম্বে অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারকাজ নিষ্পত্তির দাবিও জানায় দলটি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
পিআর/এসইউ/জেডএস