ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

এক দিনের রিমান্ডে গাজীপুরের মেয়র মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
এক দিনের রিমান্ডে গাজীপুরের মেয়র মান্নান

গাজীপুর: কালিয়াকৈর থানা এলাকায় বাসে আগুন দিয়ে হেলপার হত্যা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।



এর আগে কাশিমপুর কারাগার থেকে মেয়র মান্নানকে অ্যাম্বুলেন্সে করে গাজীপুর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১২ ফেব্রুয়ারি দুপুর ২টায় ঢাকার বাসা থেকে মেয়র মান্নানকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আরো দু’টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে জয়দেবপুর থানা এলাকায় গাড়ি পোঁড়ানো মামলায় তাকে দু’দিনের রিমান্ডে নেওয়া হয়। মেয়র মান্নানের নামে বর্তমানে ৫টি মামলা রয়েছে। এর মধ্যে কালিয়াকৈর থানার মামলায় সোমবার (০৬ এপ্রিল) তাকে এক দিনের রিমান্ডে দেওয়া হল।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।