ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কামারুজ্জামানের সামনে একটি পথ খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
কামারুজ্জামানের সামনে একটি পথ খোলা ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের জন্য একটিমাত্র পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

সোমবার (০৬ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, কামারুজ্জামানের সামনে একটিমাত্র পথ খোলা রয়েছে। তাকে ও তার পরিবারকে স্থির করতে হবে কৃত অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। এ জন্য অনির্দিষ্ট বা অনন্তকাল অপেক্ষা করা যাবে না।

তিনি বলেন, যদি ক্ষমা না চান, তাহলে আদালতের আদেশ কার্যকর করা হবে। যেমনটা হয়েছিলো কাদের মোল্লার ক্ষেত্রে। তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে যে রাষ্ট্রপতি ক্ষম‍া করে দেবেন- তা সংবিধানে লেখা নেই। রাষ্ট্রপতি এ ধরনের জঘন্য অপরাধ কখনও ক্ষমা করেন না।

কামারুজ্জামানের রিভিউ গ্রহণ ও শুনানি ইতিহাস সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা. খন্দকার মোহাম্মদ এমদাদুল হক সেলিম।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
টিএ/একে/টিআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।