ঢাকা: ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুর রহমান সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিএনপির প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দলের চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, মো. ফজলুর রহমান সুলতানের মৃত্যুতে তার এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করেই তিনি রাজনৈতিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। রাজনীতিতে সক্রিয় হয়ে দলের সব কার্যক্রমে নিজেকে যুক্ত রাখেছিলেন। নানাবিধ সংকট ও দুঃসময়ের মধ্যেও তিনি দলের হয়ে সক্রিয় কাজ করে গেছেন। তার মৃত্যুতে শুধু ময়মনসিংহবাসীই নয় বরং দেশবাসী একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদকে হারালো বলেও মন্তব্য করেন খালেদা।
খালেদা জিয়া মরহুম মো. ফজলুর রহমান সুলতানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানান।
মো. ফজলুর রহমান সুলতান ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সেই সঙ্গে তিনি গফরগাঁও থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতিও।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আইএ/