ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কামারুজ্জামানের মুক্তি দাবি শিবিরের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
কামারুজ্জামানের মুক্তি দাবি শিবিরের

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার ঘটনাকে প্রতিহিংসামূলক বলে আখ্যা দিয়েছে ছাত্রশিবির।

সোমবার (০৬ এপ্রিল) বিকেলে শিবিরের সহকারী প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।



বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিচার বিভাগীয় ষড়যন্ত্রের মাধ্যমে কামরুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।

বিবৃতিতে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর না করে নিঃশর্ত মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান শিবির নেতারা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
আইএ/বিএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।