নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে শিবিরকর্মীরা।
সোমবার (০৬ এপ্রিল) বিকেল ৪টায় শিবিরের একটি মিছিল থেকে বাসটি থামিয়ে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে শহরের ডনচেম্বার এলাকার নবাব সলিমুল্লাহ সড়কে মিছিল বের করে ৩০-৩৫জন শিবির কর্মী। এক পর্যায়ে মিছিল থেকে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা নিউ আনন্দ পরিবহনের একটি বাস (নারায়ণগঞ্জ ব ১১১-০০৪৪) থামিয়ে পেট্রোলবোমা ছুড়লে আগুন ধরে যায়।
এ সময় যাত্রীরা দ্রুত লাফিয়ে বাস থেকে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, শিবিরের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করে বাসে আগুন দিয়েছে। পরে পুলিশ ধাওয়া করে ইউসুফ আলী সুমন নামের এক যুবককে আটক করেছ।
আটক সুমন বন্দরের মেরিন টেকনোলজি দ্বিতীয় বর্ষের ছাত্র ও শিবিরের সক্রিয় কর্মী বলে স্বীকার করেছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এএ