ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

মিরপুরে জামায়াতের বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
মিরপুরে জামায়াতের বিক্ষোভ

ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সোমবার (০৬ এপ্রিল) সকালে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছে জামায়াত।



বেলা ১১টায় রাজধানীর মিরপুর-১০ নম্বরে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য লস্কর মো. তসলিম ও মাহফুজুর রহমান, মহানগরী মজলিশে শুরা সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম ও নূরুল ইসলাম আকন্দ, রুপনগর থানার ভারপ্রাপ্ত আমির মো. নাসির উদ্দিন, জামায়াত নেতা জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি তামিম হোসাইন, বখতিয়ারউদ্দিন মো. তুহিন প্রমুখ।

মিরপুর-১১ নম্বর থেকে মিছিলটি শুরু হয়ে ১০ নম্বর গোল চত্বরে এসে বিক্ষোভ প্রদর্শন করে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।