ঢাকা: দাফনের পর প্রথমবারের মতো ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার (০৬ এপ্রিল) বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবরের পাশে খালেদাকে কান্না করতে দেখা যায়।
এরপর ছেলের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ছাড়াও কোরআন তেলাওয়াত করেন খালেদা জিয়া।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নূরে আরা সাফাসহ আত্মীয়-স্বজন এবং দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
এরপর ২৭ জানুয়ারি রাজধানীর বনানী কবরস্থানে কোকোর দাফনের সময়ও নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হননি তিনি।
তবে দাফনের আগে কোকোর মরদেহ গুলশানের কার্যালয়ে নেওয়া হলে সেখানেই ছেলেকে শেষবারের মতো বিদায় জানান বিএনপি প্রধান।
৫ জানুয়ারি দশম জাতীয় নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচিকে কেন্দ্র করে গত ৩ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত গুলশানের ওই কার্যালয়ে অবস্থান করেন খালেদা জিয়া। এরমধ্যে দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এরপর টানা তিনমাস ওই কার্যালয়ে অবস্থানের পর রোববার (০৫ এপ্রিল) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
জামিন পাওয়ার পর সেখান থেকে নিজের রাজনৈতিক কার্যালয়ে না গিয়ে সরাসরি ভাড়া বাড়ি ‘ফিরোজা’য় ফিরেন খালেদা। আর এর একদিন পরই ছেলের কবর জিয়ারতে গেলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এফএইচ/এমএ