ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় ছাত্রদলের পথসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
খুলনায় ছাত্রদলের পথসভা

খুলনা: চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ও পথসভা করেছে ছাত্রদল আযম খান সরকারি কমার্স কলেজ শাখা।

সোমবার (০৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় নগরীর বাবু খান রোডে কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।



খুলনা মহানগর ছাত্রদল নেতা হেলাল আহমেদ সুমনের সভাপতিত্বে মিছিল পূর্ব পথসভায় বক্তব্য দেন-জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ, ছাত্রনেতা মশিউর রহমান যাদু, আলমগীর হোসেন লালন, মো. জাবির আলী, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামের এই চূড়ান্ত পর্যায়ে খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ আত্মগোপনে চলে গেছেন। এমনকি মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগও করছেন না তিনি।

এ অবস্থায় তার অপসারণের দাবি জানান তারা। সমাবেশ পরিচালনা করেন- ছাত্রদল নেতা আবিদ হাসান।

পথসভা শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কমার্স কলেজ ও এর আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।