নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ড শিবিরের সভাপতি ওমর ফারুক চৌধুরী নিহতের প্রতিবাদে তিন দিনের হরতাল ডেকেছে জেলা ছাত্রশিবির।
০৭ এপ্রিল সকাল ৬টা থেকে ০৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) বৃহত্তর নোয়াখালী (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী শহর শিবিরের সাবেক সভাপতি নেয়ামত উল্যাহ শাকের তিন দিনের সকাল-সন্ধ্যা হরতালের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে মাইজদীর মফিজ প্লাজার সামনের প্রধান সড়কে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে শিবিরের নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দেয়। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে শিবিরনেতা ওমর ফারুক নর্দমায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
পিসি