ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেছেন জাতীয় পার্টির (স্বঘোষিত) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।
সোমবার (০৬ এপ্রিল) সন্ধা সাড়ে ৬টায় চেয়ারপারসনের গুলশান বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কাজী জাফরের ব্যক্তিগত সহকারি গোলাম মোস্তফা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় কাজী জাফরের সঙ্গে ছিলেন- দলের মহাসচিব, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
তারা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বৈঠকে তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি , সিটি নির্বাচন, চলমান আন্দোলনের কৌশল এবং কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।
কাজী জাফর আহমদ মঙ্গলবার (০৭ এপ্রিল) উন্নত চিকিৎসা ও পূর্ণাঙ্গ মেডিকেল চেক-আপের জন্য অষ্ট্রেলিয়া যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
বিএস