ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হওয়াকে ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে এর প্রতিবাদে মঙ্গল (০৭ এপ্রিল) ও বুধবার (০৮ এপ্রিল) ঘোষিত হরতাল পালনে দেশবাসীকে আহ্বান জানিয়েছে জামায়াত।
সোমবার (০৬ এপ্রিল) রাতে ঢাকা মহানগর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে সর্বাত্মক হরতাল সফল করতে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী মহল, সাংবাদিক, ব্যাংক-বিমার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-ছাত্র, চাকরিজীবী, সাংস্কৃতিকর্মী, আইনজীবীসহ সকল পেশা ও শ্রেণির মানুষরে প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে ইতোমধ্যে রাজধানীর মিরপুর, পল্টন, মগবাজার, দৈনিক বাংলা, ফকিরাপুল মোহাম্মদপুর, জুরাইন, যাত্রাবাড়ীসহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করা হয়েছে। তবে এসব মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে মহানগর আমির রফিকুল ইসলাম খান বলেন, হত্যা করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না।
** সিলেটে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
** দিনাজপুরে গাড়ি ভাঙচুর, আহত ৩
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আইএ