ঢাকা: অপকর্মের জন্য খালেদা জিয়া শুধু আদালতে আত্মসমর্পণ করেননি, বরং বাংলার জনগণ ও জনগণের প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আওয়ামী সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়াকে ‘কুইন অব টেরর’ আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন, আন্দোলনে বিএনপি নেত্রী মানুষের লাশ আর জঙ্গি নেত্রীর ‘মর্যাদা’ অর্জন করেছেন।
রিভিউ আবেদনে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যু দণ্ডাদেশ বহালের রায় স্বাগত জানিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর।
আওয়ামী সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সামিল সরকার সবুজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অরুণ সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আইএএ/টিআই/এএ