ঢাকা: জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রিভিউ খারিজ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সোমবার (০৬ এপ্রিল) বিকেলে ধানমণ্ডির কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক বৈঠক শেষে এ মনোভাব ব্যক্ত করেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের দেওয়া কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল প্রসঙ্গে তিনি বলেন, আমরা (আওয়ামী লীগ) ও ১৪দল মনে করে সুপ্রিম কোর্ট সঠিক ভাবেই রিভিউ পিটিশন বাতিল করেছে। এতে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন হয়েছে।
এ সময় তিনি ১৭ এপ্রিল মুজিবনগর সরকার দিবসের কর্মসূচি ঘোষণা করেন। এরমধ্যে ১৭ এপ্রিল সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রীর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এরপর আওয়ামী লীগসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন। একই সময় মুজিবনগরে জাতীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদন। এরপর সকাল ১০টায় সেখানে মুজিবনগর উদযাপন কমিটির পক্ষে স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ। পরবর্তীতে এরপর সেখানে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, আমাদের সমঝোতা হয় জনগণের সঙ্গে। কোনো খুনির সঙ্গে আমরা সমঝোতা করি না, আমাদের সমঝোতা হয়ও না।
সিটি নিবার্চনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সবসময় সব নির্বাচন সুষ্ঠুভাবে করার পক্ষপাতি। অতীতে সুষ্ঠু নির্বাচন হয়েছে। জনগণের রায়ে আমাদের কোনো বাধা নেই। আর বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে যে সহিংসতা-নৈরাজ্য করেছে তার জবাব জনগণ ব্যালটের মাধ্যমে সিটি নির্বাচনে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আর্ন্তজাতিক সম্পাদক লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ বি তাজুল ইসলাম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ খুলনা বিভাগের অন্তর্গত দলের জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যগণ।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এসইউজে/বিএস