ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে খেলাফত মজলিসের শোক

ঢাকা: সম্প্রতি সারাদেশে ঘুর্ণিঝড়ে ৩৫ জন নিহত, ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সোমবার (০৬ এপ্রিল) বিকেলে সংগঠনের প্রচারক সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্থ এলাকায় সরকারি তহবিল থেকে জরুরি ভিত্তিতে ত্রাণ ও সাহায্য প্রেরণের দাবি জানিয়েছেন।   

শোক বার্তায় নেতৃদ্বয় ঘুর্ণিঝড়ে  নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে আল্লাহর সাহায্য কামনা করেন। এহেন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।