ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
সিলেটে গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট নগরীতে পুলিশ কমিশনারের কার্যালয়ের পাশে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (০৬ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর এসএমপি সদর দফতর ও কুমারপাড়া গ্রামার স্কুলের পাশে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধাপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের প্রতিবাদে ও হরতালের সমর্থনে চারটি মোটরসাইকেলে জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এসময় তারা রাস্তায় আগুন জ্বালায় এবং ৩ থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘট‍ায় এবং কুমারপাড়া পয়েন্টে একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি চালিত অটোরিকসা ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিনের সঙ্গে থাকা পুলিশ গুলি চালালে জামায়াত-শিবিরকর্মীরা পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আসাদুজ্জামান জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এনইউ/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।