ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আব্দুল আউয়ার মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ও তার স্ত্রী নাসরিন আউয়াল।
সোমবার (০৬ এপ্রিল) দিনগত রাত সোয়া ১০ টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান তারা।
দলের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, তারা চেয়ারপারসনের বাস ভবনে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হওয়ার পরে তার ছেলে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছে সোনালী ব্যাংক।
সাক্ষাকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় সূত্র।
সোমবার (০৬ এপ্রিল) দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর রিট আবেদনের শুনানি শেষে খারিজ আদেশ দেন।
এর আগে রোববার (০৫ এপ্রিল) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মিন্টুর আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ রিট আবেদন করেন।
গত ২৯ মার্চ ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মিন্টুর মনোনয়নপত্র দাখিল করলেও তা বাতিল হয়। গত ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
পরদিন ২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে আপিল কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের কাছে আপিল করেন মিন্টু। শনিবার (৪ এপ্রিল) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে আপিল আবেদন নামঞ্জুর করেন বিভাগীয় কমিশনার।
অন্যদিকে ঋণ খেলাপের অভিযোগে সোমবার (০৬ এপ্রিল) তার ছেলে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছে সোনালী ব্যাংক।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫ আপডেট সময়: ২৩৫৩ ঘণ্টা.
এমএম/এটি/