ঢাকা: কাউন্সিলর পদে একক প্রার্থী নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের প্রার্থিতা প্রত্যাহারের ফরম পূরণ করে জমা দেওয়া নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার (০৬ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এ নির্দেশ দেন।
রুদ্ধদ্বার ওই বৈঠকে বলা হয়, যারা বিভিন্ন ওয়ার্ড বা থানা কমিটিতে আছেন, কাউন্সিলর পদে নির্বাচন করলে জয়-পরাজয় যাই হোক না কেন দলের পদ ছেড়ে দিতে হবে। যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন, তাদের দলীয় পদ দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়।
সন্ধ্যায় বৈঠক শেষে বাংলানিউজের সঙ্গে আলাপকালে মহানগর ও থানা আওয়ামী লীগের একাধিক নেতা এসব কথা বলেন।
বৈঠকে কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের সঙ্গে থাকতে হলে দলের নির্দেশ মেনে চলতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পদ রাখতে হলে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর করতে হবে।
৪৮ নং ওয়ার্ডের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজকের বৈঠকে আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১২ টার মধ্যে সবাইকে প্রার্থিতা প্রত্যাহারপত্র জমা দিতে বলা হয়েছে। দল যাকে সমর্থন দেবে, তার পক্ষে কাজ করারও তাগিদ জানানো হয়।
৪০ নং ওয়ার্ডের এক প্রার্থী জানিয়েছেন, রোববার (০৫ এপ্রিল) আমাদের সূত্রাপুর থানার সবাইকে ডেকেছিলো কেন্দ্রীয় সমন্বয় কমিটি। সেখানে সবার কাছ থেকে প্রার্থিতা প্রত্যাহারের ফরম পূরণ করে স্বাক্ষরসহ জমা নিয়ে আমাদেরও এককপি দেওয়া হয়েছে। যারা এটা করবে না, বা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি জানানো হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সবাই একক প্রার্থী দিতে সমঝোতা করে, আমরাও করছি।
২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে মেয়রের পাশাপাশি কাউন্সিলর পদেও একক প্রার্থী নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। সে জন্য সংসদীয় আসন ভিত্তিক কেন্দ্রীয় আওয়ামী লীগের সমন্বয়ে একটি করে টিমও গঠন করা হয়েছে।
সিনিয়র নেতাদের সমন্বয়ে করা ওই টিম আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংশ্লিষ্ট আসনের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে বৈঠক করেছে। তারা প্রার্থীদের দলীয় মনোভাব ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত করেছেন। এ সময় একক প্রার্থী নিশ্চিত করার জন্য প্রার্থীদের কাছ থেকে প্রার্থিতা প্রত্যাহারের ফরম পূরণ করে স্বাক্ষরসহ জমা নেওয়া হয়। যারা জমা দেননি, তাদের মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ১২ টার মধ্যে জমা দিতে বলা হয়েছে। একইদিন বিকেলে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় বৈঠক রয়েছে। সেখানেই দলের প্রার্থিতা চূড়ান্ত এবং বাকিদের মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেওয়া হবে।
বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনী দলীয় সমন্বয়ক ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এসইউজে/এটি/আরআই