দিনাজপুর: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর এলাকায় ৮টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
সোমবার (০৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতা কামারুজামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে সারাদেশে ডাকা মঙ্গলবার ও বুধবারের হরতাল সমর্থনে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দর এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা প্রায় ৮টি যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় ট্রাকের দুইজন সহকারী চালক (হেলপার) ও একজন চালক আহত হন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫