মানিকগঞ্জ: নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলা থেকে বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কর্মীরা হলেন-মানিকগঞ্জ সদর উপজেলার নূর আমিন রিপন (৩৫), জসিম (৪০), মধু মিয়া (৩৫), সিংগাইর উপজেলার দেলোয়ার হোসেন (৩৩) ও অনিক মিয়া (১৮)।
জেলা বিশেষ শাখার উপ-পরির্দশক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, আটক কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এএটি/আরএ