ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজনগরে বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
রাজনগরে বিএনপি নেতা গ্রেফতার

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি আছকির মিয়াকে (৪২) গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (০৭ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে উপজেলার হাতিকড়াই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।



আছকির মিয়া উপজেলার হাতিকড়াই গ্রামের আব্দুল ক‍ুদ্দুছ মিয়ার ছেলে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শামছুজোহা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হাতিকড়াই গ্রাম থেকে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে বিএনপির সভাপতি আছকির মিয়াকে গ্রেফতার করে।  

আছকির মিয়ার বিরুদ্ধে রাজনগর থানায় নাশকতার মামলা রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।