ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে বিএনপির ৫ নেতাকর্মীসহ গ্রেফতার ২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
লালমনিরহাটে বিএনপির ৫ নেতাকর্মীসহ গ্রেফতার ২৪

লালমনিরহাট: লালমনিরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ (৪০) বিএনপির পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ৭টার দিকে শহরের নিজ বাসা থেকে যুবদল নেতাকে গ্রেফতার করে পুলিশ।



এ ছাড়াও লালমনিরহাট জেলার পাঁচ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন মামলায় ১৯ আসামিকে গ্রেফতার করেছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম বাংলানিউজকে জানান, বিভিন্ন মামলায় পলাতক থাকা এ সব আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় এক বা একাধিক নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।