সিলেট: জামায়াতের ডাকা হরতালের প্রভাব দেখা যায়নি সিলেটে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল থেকেই বিভাগীয় শহরটিতে নিরুত্তাপ হরতাল চলছে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন সোমবার (০৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক খারিজের প্রতিবাদে মঙ্গল ও বুধবার (৭ ও ৮ এপ্রিল) হরতালের ডাক দেয় জামায়াত।
রায়ের পর তাৎক্ষণিক কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, রাত ৮টায় নগরীর কুমপাড়ায় হরতালের সমর্থনে মিছিলকারীরা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
এদিকে, মঙ্গলবার হরতালের শুরুতে নগরীর কুমারপাড়া এলাকায় এর সমর্থনে একটি ঝটিকা মিছিল করে জামায়াত-শিবিরকর্মীরা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা সটকে পড়ে।
হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নগরীসহ সিলেটের বিভিন্ন উপজেলা সদরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ৠাব ও বিজিবি সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে। মহানগরীর কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা পিকেটিংয়ের ঘটনা ঘটেনি।
হরতালে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বলেন, সকাল ১১টা পর্যন্ত কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
এছাড়া হরতালে প্রভাব পড়েনি ট্রেন চলাচলে। সিলেট থেকে সবকটি ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এনইউ/জেডএস