ঢাকা: প্রায় একমাস যাবত ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ফিরে পেতে প্রধানমন্ত্রী বরাবর ফের স্মারকলিপি দিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রিসিপশনে স্মারকলিপিটি পৌঁছে দেন তিনি।
এর আগে একই দাবিতে ১৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন সালাহউদ্দিনের স্ত্রী।
স্মারকলিপিতে হাসিনা আহমেদ স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ কামনা করেছেন।
বাংলানিউজকে তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন নিখোঁজ রয়েছেন। তার সন্তানদের তিনি জবাব দিতে পারছেন না। প্রতিদিন তারা বাবার প্রতীক্ষায় থাকে। এ অবস্থা থেকে মুক্তি চান তিনি।
হাসিনা আহমেদ মনে করেন, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেই তার স্বামীকে ফিরে পাবেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ১০ মার্চ রাতে উত্তরার নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। এরপর থেকে তার কোনা খোঁজ মেলেনি।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমএম/এএ