রংপুর: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজামানের ফাঁসি দ্রুত কার্যকর করার দাবিতে সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে নগরীর বেতপট্টি মোড়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান সোহেল, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যে ওয়াদা করেছিল তা বাস্তবায়ন করছে। আওয়ামী লীগই পারে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে।
এছাড়াও বাকি যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫