ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সেনাবাহিনীকে উস্কানির মামলায় মান্নার জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
সেনাবাহিনীকে উস্কানির মামলায় মান্নার জামিন নামঞ্জুর ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (0৭ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ জামিন নামঞ্জুর করেন।



মান্নার অন্যতম আইনজীবী তুহিন হাওলাদার জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

সেনাবিদ্রোহের উস্কানি দিয়ে সরকার উৎখাতের অভিযোগ গুলশান থানায় দায়ের হওয়া মামলায় মান্নার এ জামিনের আবেদন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ধানমণ্ডির স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে মান্নাকে আটক করে ৠাব-২ এর একটি দল।

তবে মান্নার পরিবারের অভিযোগ, সোমবার দিবাগত রাতেই বনানীর এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এমআই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।