ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোলবোমা নিক্ষেপকারীদের ভোট দেবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
পেট্রোলবোমা নিক্ষেপকারীদের ভোট দেবেন না ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিটি নির্বাচনে নাশকতা ও পেট্রোলবোমা নিক্ষেপকারীদের ভোট না দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক।
 
মঙ্গলবার (০৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


 
মন্ত্রী বলেন, যারা জঙ্গি আর যুদ্ধাপরাধীদের বন্ধু, ঢাকাবাসী তাদের ভোট দেবে না, দিতে পারে না।
 
কামারুজ্জামানের রায়ে আদালতের প্রতি মানুষের আস্থা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হবে, তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধী প্রমাণিত হলে ‘মৃত্যুদণ্ড’ না হলে বাংলার জনগণ মানেনি, কোনোদিন মানবে না।
 
শেখ হাসিনা নয় খালেদা জিয়ার পতন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার পতন না ঘটিয়ে তিনি ঘরে যাবেন না। শেখ হাসিনার পতন নয়, তিনি নিজেই নিজের পতন ডেকে এনে পরাজয় স্বীকার করে ৯২ দিন পর ঘরে ফিরে গেছেন।
 
তিনি বলেন, খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে গণহত্যা করেছেন। এ হত্যার জন্য খালেদা জিয়াকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।
 
জামায়াতকে নিষিদ্ধ করা গণমানুষের দাবি, মন্তব্য করে মন্ত্রী বলেন, বিশ্বের কোনো রাষ্ট্রে যুদ্ধাপরাধী দল টিকেনি। বাংলাদেশেও যুদ্ধাপরাধী দল জামায়াত টিকবে না।
 
আদালতে বিচারাধীন বলে সংসদে ‘জামায়াত নিষিদ্ধ’র বিষয়টি আনা হচ্ছে না। আদালতের রায়ের পর গণমানুষের রায় নিয়ে জামায়াতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 
আদালতের রায়ের প্রতিবাদে হরতাল ডেকে যে আদালত অবমাননা করা হয়েছে, আগামীতে তাও আইনের আওতায় আসবে বলে জানান মন্ত্রী।
 
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য হাজী সেলিম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
আরইউ/এলকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।