ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় পার্টি (জাপা)। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য এবং চেয়ারম্যানের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়কে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু নবগঠিত এ কমিটিকে অনুমোদন দিয়েছেন।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও যুব সংহতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদকে।
সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম মিলন, যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল, এসএম আনোয়ার হোসেন অপু (যুব সংহতি), আব্দুস সাত্তার (মহানগর উত্তর), মাহবুব আলম খসরু (মহানগর দক্ষিণ), মো. কামাল হোসেন (স্বেচ্ছাসেবক পার্টি), রুনা আকবর (মহিলা পার্টি) এবং আক্তার হোসেন (ছাত্র সমাজ)।
আসন্ন ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পাটি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার সমন্বয় করবে কমিটি।
এ উপলক্ষে আগামী বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রচার সমন্বয় কমিটির প্রথম সভা ডাকা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এসআই/জেডএস