ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড (পূর্ব পাইকপাড়া) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাসের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কয়েক’শ নারী-পুরুষ ব্যানার, প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করে।

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন-অর রশিদ, নারী নেত্রী নন্দিতা গুহ, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড নজরুল ইসলাম ও সমাজসেবক খবির উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অজিত দাসের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী উজ্জ্বলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।