ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিমিয়ে পড়েছে বিএনপি

মান্নান মারুফ, সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
ঝিমিয়ে পড়েছে বিএনপি সংগৃহীত

ঢাকা: চেয়ারপারসন খালেদা জিয়া তার কার্যালয় ছেড়ে বাসায় ফেরার পর আরো ঝিমিয়ে পড়েছে বিএনপি। মঙ্গলবার আসন্ন ৩ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হলেও কোনো আওয়াজই নেই বিএনপি শিবিরে।



গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত তিন দিনে কোন নেতাকর্মীই ঢুঁ মারেননি। মাস তিনেক পর ওইদিনই সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে গুটিকয় কর্মী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেও বড় নেতাকে দেখা যায়নি সেখানেও।

এমনকি খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’র পথও মাড়াননি কোনো বিএনপি নেতা।

এর মধ্যে সোমবার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে যান খালেদা। রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল মায়ের সঙ্গে দেখা করতে যান খালেদার বাসায়।

এর আগে গত রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এরশাদের সঙ্গ ছেড়ে নতুন দল গড়া কাজী জাফর আহমেদ।

এর বাইরে খালেদা জিয়া ও বিএনপির আর তেমন কোনো নড়াচড়া কোথাও চোখে পড়েনি। মঙ্গলবারও যথারীতি নয়াপল্টনে গেছেন আসাদুল করিম শাহীন। গেছেন অপর সহ-দপ্তর আব্দুল লতিফ জনিও। এর আগে অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়াও গেছেন নয়াপল্টনের কার্যলয়ে।

কিন্তু আসন্ন সিটি নির্বাচনের কোনো আবহ সেখানে দেখা যাচ্ছে না। এমনকি গত ৩ দিনে কোনো প্রার্থীকেও দেখা যায়নি সেখানে।

সব মিলিয়ে তাই যেনো ঝিমিয়েই পড়েছেন বিএনপির নেতাকর্মীরা।

গত ৩ জানুয়ারি নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নিয়ে সরকার পতনের লক্ষে গত ৫ জানুয়ারি থেকে লাগাত‍ার অবরোধের ঘোষণা দেন খালেদা জিয়া। এরপর দফায় দফায় চলতে থাকে হরতাল। কিন্তু টানা তিন মাসের আন্দোলনে সরকারকে টলাতে ব্যর্থ হন তিনি। গত ৫ এপ্রিল তিনি আদালতে দু’টি দুর্নীতি মামলায় হাজিরা হিতে কার্যালয় ছাড়েন। তারপর বাসায় ফিরে যান।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
এমএম/জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।