ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় তার বাবার কাছ থেকে দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণার জন্য বাসা থেকে বের হন তিনি।
এরপর সকাল ৬টায় বনানী কবরস্থানে গিয়ে মায়ের কবর জিয়ারত করেন।
সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখান থেকে সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন এলাকায় সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আনিসুল হক। এফডিসিসহ রাজধানীর কারওয়ানবাজার এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই এলাকার গণমাধ্যমসহ বিভিন্ন অফিসে গিয়ে দোয়া ও জনসমর্থন চেয়েছেন আনিসুল হক।
কারওয়ানবাজার ও আশেপাশের রাস্তায় হেঁটে হেঁটে নির্বাচনী প্রচারণা চালান তিনি। এছাড়াও লিফলেট আকারে তিনি একটি খোলা চিঠি বিতরণ করেন জনগণের মাঝে।
কারওয়ানবাজার এলাকা থেকে বের হয়ে বিকাল সাড়ে ৩টায় মহাখালি কড়াইল বস্তিতে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন আনিসুল হক। কড়াইল বস্তির জামাই বাজার, বৌ বাজার ও আনসার ক্যাম্প এলাকায় ভোটার ও তাদের পরিবারের সঙ্গে দেখা করে সবার কাছে দোয়া ও ভোট চান।
এ সময় আনিসুল হকের সঙ্গে ছিলেন তার স্ত্রী রুবানা হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভানেত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপিসহ সমর্থকরা।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এসজেএ/এসএন/এএসআর