ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

এবার তাবিথের অপেক্ষায় বিএনপি

আসাদ জামান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
এবার তাবিথের অপেক্ষায় বিএনপি তাবিথ আউয়াল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা নিয়ে গ্যাঁড়াকলে পড়া বিএনপি এবার আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের অপেক্ষায়।
 
তার প্রার্থিতার বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনে সোনালী ব্যাংকের করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না দলটি।


 
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে শুনানি হতে যাওয়া আপিলের রায় তাবিথের পক্ষে গেলে তাকেই সমর্থন দেবে বিএনপি।
 
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’ ও বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
 
সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও নিজের ছেলেকে প্রার্থী করার জন্য আব্দুল আউয়াল মিন্টু ‘ইচ্ছা করে’ ফরম পূরণে ভুল করেছেন-এমন গুঞ্জনের প্রেক্ষিতে তাবিথের জায়গায় বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে সমর্থন দেওয়ার চিন্তা করে বিএনপি।
 
সোমবার (০৬ এপ্রিল) দলটির নির্বাচন পরিচালনা কমিটি ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’-এর বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়।  
 
কিন্তু মাহি বি চৌধুরীর ব্যাপারে ২০ দলীয় জোটের বেশ কয়েকটি শরিক দল প্রকাশ্যে আপত্তি জানালে নতুন করে ভাবতে বসে বিএনপি।
 
তাছাড়া নিজের রাজনৈতিক ক্যারিয়ারের প্রধান প্রতিপক্ষ মাহি বি চৌধুরীর ব্যাপারে শুরু থেকেই আপত্তি ছিলো লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের।
 
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের পক্ষে ঢাকায় সক্রিয় একটি অংশ মাহি বি চৌধুরীর বিপক্ষে শক্ত অবস্থান নেয়। খুব অল্প সময়ের মধ্যেই তারা খালেদা জিয়ার কাছে এ মেসেজ পৌঁছাতে সক্ষম হন, ১/১১’এর সময় তারেক রহমানের যে দুর্ভোগ তার নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন বি চৌধুরী ও মাহি বি চৌধুরী।
 
এরই প্রেক্ষিতে সোমবার রাতে তাবিথ আউয়ালকে ডেকে পাঠান খালেদা জিয়া। ডাক পেয়ে মা  নাসরিন ফাতেমাকে নিয়ে রাত ১০টায় গুলশানের বাসায় যান তাবিথ।
 
বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের জন্য শেষ পর্যন্ত তাবিথ আউয়ালকেই প্রস্তুত থাকার নির্দেশ দেন বিএনপি প্রধান। বিভাগীয় কমিশনে করা আপিলের রায় পক্ষে গেলেই বিএনপির সমর্থন পাবেন তাবিথ।
 
তবে আপিলের রায় তাবিথের বিপক্ষে গেলে মাহি বি চৌধুরীকে সমর্থন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বিএনপির। সেক্ষেত্রে তারেক রহমান ও ২০ দলীয় জোটের শরিক দলগুলোর আপত্তি সত্তেও বিএনপির সমর্থন পাবেন মাহি বি চৌধুরী।
 
অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক শীর্ষ নেতা বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকলেও বর্তমান পরিস্থিতিতে ও বৃহত্তর স্বার্থে তারেক রহমান এখন মাহির ব্যাপারে ভেরি পজেটিভ। বরং বিএনপির একটি অংশ ও জোটের কয়েকটি শরিক দল মাহির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা কিছুতেই মাহিকে মেনে নিতে পারছে না।
 
এ ব্যাপারে জানতে চাইলে ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’-এর নেতা রুহুল আমীন গাজী বাংলানিউজকে বলেন, প্রার্থী সমর্থনের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবারের মিটিংয়ে ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’-এর কাঠামোগত ও সাংগঠনিক দিক নিয়ে আলোচনা হয়েছে।
 
এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে, মাহির সমর্থনকে কেন্দ্র করে যদি ২০ দলীয় জোটের মধ্যে বড় ধরনের কোনো ঝামেলা সৃষ্টি হয়, তাহলে কোনো প্রার্থীকেই সমর্থন দেবে না বিএনপি। এমনকি নানা অযুহাত দেখিয়ে নির্বাচন থেকে সরেও আসতে পারে তারা।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
এজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।