ঢাকা: আসন্ন সিটি নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত ও প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থীকে নির্বাচনে বাড়তি সুবিধা দিতে সামান্য ক্রটি দেখিয়ে উত্তরের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে নজরুল ইসলাম খান বলেন, দেশের প্রচলিত আইনে সিটি করপোরেশনের মেয়রসহ স্থানীয় সরকারের কোনো পদে নির্বাচনের জন্য রাজনৈতিক দল কাউকে মনোনীত করতে পারে না। সরকারি পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এসব নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায়ও অংশ নিতে পারেন না। অথচ দেশবাসী অবাক হয়ে লক্ষ্য করেছে- মন্ত্রিসভার বৈঠকে দেশের প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আনিসুল হককে সমর্থনের ঘোষণা দিয়েছেন। এছাড়া তার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলীয় সভায়ও তাকে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী হিসেবে পরিচয়ও করিয়ে দেওয়া হয়েছে। এ সব অনিয়ম পর্যবেক্ষণ ও প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন এ বিষয়গুলো না শোনে, না জানে।
তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর এই পছন্দের প্রার্থীকে নির্বাচনে বাড়তি সুবিধা দেওয়ার জন্যই সামান্য এক ক্রটি দেখিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। নামে স্বাধীন প্রতিষ্ঠান হলেও বর্তমান নির্বাচন কমিশন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনী প্রহসনে যেমন ফরমায়েশি প্রতিষ্ঠানের ভূমিকা পালন করেছে এবারও তাই করতে শুরু করেছে।
নির্বাচন কমিশনকে অবিলম্বে এসব অপতৎপরতা রুখতে আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এ ধরনের অসৎ কাজ থেকে বিরত হয়ে সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করবে। অন্যথায় ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনী নাটক করার যেকোনো প্রচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
আইএ