ঢাকা: কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে ২৫ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিচতলায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা লীগের সভাপতি ইলিয়াছ হোসাইন হেলালী। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়ক ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১ টায় মেয়র হানিফ ফ্লাইওভারের কুতুবখালি অংশ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন সাঈদ খোকন।
তিনি বলেন, এই ফ্লাইওভার শেখ হাসিনার উন্নয়ন ও আমার পিতা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের দীর্ঘ কর্মময় জীবনের স্বাক্ষী হয়ে আছে।
আপনারা জানেন, তিনি ঢাকাবাসীর জন্য কাজ করেছেন, সেবা দিয়েছেন। নেত্রীকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমিও তাঁর জীবন দর্শন ধারণ করে মেয়র নির্বাচিত হলে এই ঢাকাবাসীর জন্য আমাকে উৎসর্গ করতে চাই।
তিনি বলেন, আমাদের এই ঢাকায় পানি, গ্যাস, বিদ্যুৎ, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ অনেক সমস্যা আছে। নির্বাচিত হলে এগুলো সমাধান করে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৭,২০১৫
এসইউজে/কেজেড