ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে শেষ হলো কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
সাভারে শেষ হলো কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি বঙ্গবীর কাদের সিদ্দিকী

সাভার (ঢাকা): দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রায় ১৬ ঘণ্টা সাভারে অবস্থান কর্মসূচি শেষে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতে গেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

ঢাকা থেকে দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তিনি।



কাদের সিদ্দিকী অবস্থান কর্মসূচি শেষে ফিরে যাওয়ার সময় সাধারণ মানুষের উদ্দেশ্য বলেন, দেশের সব ক্ষমতার উৎস সাধারণ মানুষ। বিএনপির উচিত সব নেতাকর্মীদের নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পতন ঘটানো।

কাদের সিদ্দিকী এসময় অভিযোগ করে বলেন, আমি স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান নেওয়ার কারণে আশুলিয়ার প্রশাসন স্মৃতিসৌধের মূল ফটকের লাইটগুলো বন্ধ করে রেখেছিলো, যা দুঃখজনক।

এসময় আরও ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় যুব আন্দোলনের সদস্য আতিকুর রহমান ও সাভার উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু ইউসুফ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
সম্পাদনা: এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।