সিলেট: সিলেটে ঝটিকা মিছিল কর্মসূচির মধ্যদিয়ে জামায়াতের ডাকা দু’দিনের হরতালের প্রথম দিন পালিত হয়েছে। তবে হরতালে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল থেকে নগরীতে দু’একটি মিছিল কর্মসূচি ছাড়া বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
হরতাল চলাকালে নগরী ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করেছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাস চলাচল অব্যাহত ছিল এবং ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সকাল পৌনে ১০টায় নগরীর কুমাপাড়া এলাকায় মিছিল বের করে জামায়াত শিবির নেতাকর্মীরা। এরপর বেলা ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় ঝটিকা মিছিল থেকে ৩/৪টি যানবাহন ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পিকেটারদের লক্ষ্য করে ৪/৫ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে, সকাল থেকে নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। সকালে কিছু দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর অধিকাংশ দোকান পাট ও বিপনী বিতান খোলা রাখতে দেখা যায় ব্যবসায়ীদের।
এছাড়া দুপুরের দিকে হরতালের নগরীতে যানজট দেখা দেয়। নগরীর প্রাণ কেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে যানজট নিরসনে হিমশিম খেতে হয় পুলিশকে। এক পর্যায়ে একটি গাড়িতে থানা সেনা সদস্যরা নেমে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে যানজট নিরসনে সক্ষম হন।
এদিকে হরতালে নগরীসহ সিলেটের বিভিন্ন উপজেলা সদরগুলোতে কোনো ধরণের সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্টরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, হরতালের প্রথম দিনে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। নগরীর মদিনা মার্কেটে গাড়ি ভাঙচুর ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, জেলার কোনো উপজেলায় কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সবস্থানে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এনইউ/বিএস