ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল অব্যাহত রাখতে জামায়াতের আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
হরতাল অব্যাহত রাখতে জামায়াতের আহবান

ঢাকা : দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার প্রতিবাদে বুধবারের হরতাল কর্মসূচি অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

সোমবার দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার ডাকে দলটি।

মঙ্গলবার (৮ মার্চ) রাতে এক বিবৃতিতে  সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহবান জানান ।

সোমবার প্রথম দফার হরতালে দেশের বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করেছে অভিযোগ করে তিনি বলেন, অন্যায়ভাবে গ্রেফতার করে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না । আন্দোলন অব্যাহত থাকবে ।

বিবৃতিতে তিনি ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সর্বাত্মক পালনের জন্য জামায়াতের সব নেতাকর্মী ও দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন  ।
 
বাংলাদেশ সময় : ২০০১ ঘণ্টা, এপ্রিল ০৮,২০১৫
এলকে/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।