ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা, আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
বগুড়ায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা, আটক ৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা সদরের ন্যাংড়াবাজার (দশটিকা) এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাসে পেট্রোল বোমা মেরে আগুন লাগিয়ে দিয়েছে হরতালকারীরা। তবে মিনিবাস থেকে যাত্রী নামিয়ে আগুন দেওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।



মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে সদরের মোলামগাড়ী-নামুজা সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ২ জনসহ রাত পর্যন্ত মোট ৭ জনকে আটক করেছে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, বগুড়াগামী ‘মা-বাবার দোয়া’ নামে ওই মিনিবাসটি (ঢাকা-জ-১৬১২) থেকে যাত্রী নামিয়ে পেট্রোল বোমা মারা হয়। এতে বাসে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে পুলিশ ২ জনকে আটক করা হয়েছে।

এর আগে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, জেলা শহরের ১০নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মো. আসলামসহ ভাঙচুর ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে জেলা পুলিশ।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
টিএমএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।