বগুড়া: বগুড়ায় হরতাল-অবরোধের বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথাস্থ দলীয় কার্যলয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
কর্মসূচি চলাকালে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবৈধ উল্লেখ করে বক্তারা বলেন, ইস্যুবিহীন হরতাল-অবরোধ দেশবাসী প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। মানুষ বিএনপি-জামায়াতের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে কারণে তাদের হরতাল ঘোষণার পরও সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মিছিল-সমাবেশ চলাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগ নেতা শাহরিয়ার কবির আপেল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
টিএমএম/আইএ