ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থীদের নাম বুধবার চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরিচালনা কমিটির এক সভায় এ আলোচনা হয়।
সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগ সমর্থিত একক কাউন্সিলর প্রার্থীর তালিকা প্রায় চূড়ান্ত। অল্প কিছু ওর্য়াডে এখনো আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী নিশ্চিত করা বাকী রয়েছে। বুধবারের মধ্যে বাকী ওর্য়াডগুলোতেও একক প্রার্থী নিশ্চিত করা হবে। একই সঙ্গে বুধবারই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের দল থেকে জানিয়ে দেওয়া হতে পারে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, দীপু মনি, ফারুক খান, আবদুর রাজ্জাক, আফম বাহাউদ্দিন নাছিম ঢাকা মহানগর আওয়ামী লীগের এমএ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলামসহ থানা আওয়ামী লীগের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন বলে সূত্র জানায়।
সবাইকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার নির্দেশ দিয়ে বলেন, কোন ভাবেই যেন নির্বাচনী আচারণ বিধি ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
এদিকে বিকেলে বিএনপি-জামায়াতের অবরোধ মোকাবেলায় জনগণের পাশে থেকে কাজ করার জন্য মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধন্যবাদ জানাতে গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এতে মহানগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিটি নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাই এক যোগে কাজ করতে বলেন।
বৈঠক সূত্র জানায়, কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী নিশ্চিত করার কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।
আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের জয় নিশ্চিত করতে সব পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করার কথা বলেন তিনি। প্রতিটি ওয়ার্ডেই যেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সে জন্য কাজ সবাইকে সর্বোচ্চ কাজ করতে বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এমইউএম/এসএইচ