ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

কার্যালয়ে প্রবেশে বাধাহীন খালেদা

সাজেদা সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
কার্যালয়ে প্রবেশে বাধাহীন খালেদা ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চাইলেই তার গুলশ‍ান কার্যালয়ে প্রবেশ করতে পারবেন। এ বিষয়ে কোনো বাধা দেবেন না ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা।


 
মঙ্গলবার (০৭ এপ্রিল) মাঝরাতে ৮৬ নম্বর রোড়ের গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য বাংলানিউজের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন।
 
শুধু খালেদা নন, দলের ১০/১২ জন নেতা-নেত্রীকেও প্রবেশের অনুমতি দেওয়া রয়েছে বলে জানান তারা। এ কয়েকজন ছাড়া অন্যদের ঢোকায় খালেদার বিশেষ অনুমতি নিতে হবে। ১০/১২ জনের এ তালিকাটিও বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকেই পুলিশ সদস্যদের দেওয়া হয়েছে।
 
তারা বলছেন, খালেদা জিয়া প্রবেশ বা প্রস্থানে বাধা দেওয়ার কোনো নির্দেশনা তাদের প্রতি নেই।
 
৩ জানুয়ারি থেকে টানা তিনমাসেরও বেশি সময় কাটিয়ে রোববার সকালে নিজের রাজনৈতিক কার্যালয় ছেড়ে যান খালেদা। আদালতে দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে জামিন নেন তিনি। এরপর গুলশানেই নিজ বাসায় রয়েছেন।
 
কার্যালয়ের ভেতরে কয়েকজন স্টাফ থাকছেন। সামনের ফটকে দায়িত্ব পালন করছেন মিরপুর থানা থেকে পাঠানো পুলিশ সদস্যরা। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একটি শিফট ও সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত অপর শিফটের সদস্যরা থাকছেন। মঙ্গলবার রাতের শিফটে ছিলেন ৫জন পুলিশ সদস্য।
 
তারা জানান, খালেদা জিয়া যেকোনো সময়ই এখানে আসতে পারেন। তাকে সহযোগিতা ও নিরাপত্তা দিতেই আমাদের বলা হয়েছে। তার নিরাপত্তার খাতিরেই ১০/১২ জন ছাড়া অন্য কোনো নেতা-নেত্রীকে হুট করে ঢুকতে দেওয়া হবে না। স্টাফরাও নিজেদের ইচ্ছামতোই আসা-যাওয়া করছেন। বহিরাগতদের প্রবেশ নিষেধ বরাবরের মতোই।
 
কার্যালয় ফটকের ভেতরের দিকে দেখা গেল, কয়েকটি গাড়ি রেখে দেওয়া হয়েছে। খালেদা জিয়া যে কয়দিন কার্যালয়ে ছিলেন, সে কয়দিন সাংবাদিকদের আনাগোনা ছিল বাড়িটির সামনে। বর্তমানে ৮৬ নম্বর রোডটি পুরোপুরিই নিস্তব্ধ। বৃষ্টিস্নাত রাতে শুধু পুলিশ সদস্যরাই জেগে পাহারা দিচ্ছেন।
 
কাছেই ৭৯ নম্বর রোডে খালেদার বাসা ফিরোজার চিত্রেও খুব একটা পার্থক্য দেখা যায় নি। বাসার দু’দিকের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে, খালেদার নিরাপত্তায় সেই আগের মতোই। সামনে তিনজন সিএসএফ সদস্য (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) ও দু’জন পুলিশ সদস্য নিরাপত্তা ছাউনির নিচে বিনিদ্র বসে। এখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা এসেছেন রাজারবাগ থেকে।
 
কথোপকথন শুনে পকেট গেট খুলে ভেতর থেকে উঁকি দিলেন অপর সিএসএফ সদস্য।
 
রোববার ১২টা ১৮ মিনিটে প্রবেশের পর খালেদা বাসা থেকে আর বের হননি। পরদিন সোমবার বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ করতে যান।
 
খালেদার সঙ্গে সাক্ষাত-প্রত্যাশীরা এখন সরাসরি বাসায়ই আসছেন। হাতে গোনা ও খুব ঘনিষ্ঠরা ছাড়া অন্যদের প্রবেশে যথারীতি জোর কড়াকড়ি থাকছে।  
 
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসকেএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।