ঢাকা: দলের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী ডাকা ৪৮ ঘণ্টার হরতাল সমর্থনে রাজধানীর মগবাজারে মিছিল করেছে জামায়াত।
বুধবার (০৮ এপ্রিল) সকাল ৮টায় হরতালের দ্বিতীয় দিনে মগবাজার চৌরাস্তায় জামায়াতের রমনা শাখার কর্মীরা এ বিক্ষোভ মিছিলটি বের করে।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে এ রায়, তাকে হত্যার সরকারি ষড়যন্ত্রের অংশ।
এসময় জামায়াতের মজলিশে ঢাকা মহানগরীর শুরা সদস্য ড. আহসান হাবিব, জামায়াত নেতা আতাউর রহমান সরকার, আকতার হোসাইন, সিদ্দিকুর রহমান, শিবিরনেতা মুরাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে হরতাল সমর্থনে রাজধানীর শাহজাহানপুরে মিছিল বের করে শাহজাহানপুর থানা জামায়াত।
মিছিলে থানা জামায়াতের সেক্রেটারি মু সাইদুর রহমান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখার বাইতুলমাল সম্পাদক সোহেল রানা, শাহজাহানপুর থানার সভাপতি শাহাদাত হোসেন শিমুল, জামায়াত নেতা শহিদুল ইসলাম প্রমুখ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
পিআর/এটি/